২৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:৫৯

ট্রাক নিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি!

নাটোর প্রতিনিধি

ট্রাক নিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি!

নাটোর সদর উপজেলার হাসলা বাজারে দু’টি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার রাত দুইটার দিকে ট্রাক নিয়ে ১৫ থেকে ২০ জন ডাকাত হাসলা বাজারের চার পাহারাদারকে মারধর করে আটকে রাখে। পরে তারা দুটি স্বর্ণের দোকানে ডাকাতি করে।

ভোরের দিকে স্থানীয় লোকজন সোনার দোকানের তালা ভাঙ্গা এবং পাহাদার চারজনকে এক গলির ভিতরে চোখ-মুখ ও হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পান।

দোকান মালিক মো. আব্দুল মজিদ শাহ্ দাবি করেন, দোকানের সিন্দুকে নগদ আড়াই লাখ টাকা, ৩০ ভরি সোনা ও ২০০ ভরি রুপা মিলিয়ে প্রায় ১৫ লাখ টাকার মালামাল ছিল। ডাকাতরা পুরো সিন্দুকটিই নিয়েছে।  

ডাকাতি হওয়া অপর দোকানের মালিক সাইফুল ইসলাম দাবি করেন, তার দোকান থেকে নগদ ৫৫ হাজার টাকা, সাত ভরি সোনা ও ৩০ ভরি রুপা মিলিয়ে প্রায় পাঁচ লাখ টাকার সম্পদ ডাকাতরা লুট করে নিয়ে গেছে।

নাটোর সদর থানার পুলিশ কর্মকর্তারা সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে দোকান মালিকসহ স্থানীয় লোকজনের সাথে কথা বলেছেন। পরে তারা নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসারত দুই পাহাদার মো. আব্দুল হান্নান (৫০) ও আহম্মদ আলীকে (৬০) সাথেও কথা বলেন।
      
বিডি প্রতিদিন/২৯ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর