২৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:০৭

৪৮ ঘণ্টা পর ঝালকাঠির ১৭ রুটে বাস চলাচল শুরু

এস এম রেজাউল করিম, ঝালকাঠি:

৪৮ ঘণ্টা পর ঝালকাঠির ১৭ রুটে বাস চলাচল শুরু

ঝালকাঠিতে চালককে মারধরের প্রতিবাদে শ্রমিকদের ডাকা বাস ধর্মঘট অবশেষে সমঝোতা বৈঠকের মাধ্যমে প্রত্যাহার করা করা হয়েছে। ৪৮ ঘণ্টা পর ১৭ রুটে বৃহস্পতিবার সকাল থেকে বাস চলাচল শুরু হয়েছে।

এর আগে বুধবার রাতে জেলা প্রশাসনের সভাকক্ষে পিরোজপুর ও ঝালকাঠি মালিক-শ্রমিক নেতৃবৃন্দকে নিয়ে জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরীর অাহ্বানে অনুষ্ঠিত সমঝোতা বৈঠকের মাধ্যমে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় ঝালকাঠি আন্তঃজেলা বাস শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ। গত ২৪ সেপ্টেম্বর অটোরিকশার সাথে বাসের ধাক্কা লাগাকে কেন্দ্র করে পিরোজপুরের এমপি আ. আউয়ালের ভাই সদর উপজেলা চেয়ারম্যান আ. খালেক স্থানীয় জজ কোর্ট এলাকায় ঝালকাঠির বাসচালক নান্না সিকদারকে মারধর করেন। আহত বাসচালককে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ঝালকাঠি আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সংগঠনের কার্যালয়ে বৈঠক শেষে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ঘোষণা দেয়। গত ৫ দিনে ঘটনার বিচার না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন শ্রমিক নেতৃবৃন্দ।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর