২৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:২৫

শরণখোলায় ১০টাকা দরে চাল বিক্রি শুরু

মহিদুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট):

শরণখোলায় ১০টাকা দরে চাল বিক্রি শুরু

বাগেরহাটের শরণখোলায় হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে (১০ টাকা কেজি ) চাল বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সময় রায়েন্দা বাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামালউদ্দিন আকন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ অতুল মন্ডল, রায়েন্দা ইউপির চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, খোন্তাকাটা ইউপির চেয়ারম্যান মহিউদ্দিন খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেবদূত রায়, মৎস্য কর্মকর্তা খোন্দকার সহিদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার চারটি ইউনিয়নে মোট ৪ হাজার ৪৪১ জন উপকারভোগী সরকার ঘোষিত এ সুবিধা ভোগ করবেন। এজন্য চারটি ইউনিয়নে ২০জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। প্রতি শুক্র, শনি ও মঙ্গলবার প্রত্যেক কার্ডধারী মাসে একবার তার এলাকার ডিলারের কাছ থেকে নির্ধারিত মূল্যে ৩০ কেজি করে খাদ্যশস্য ক্রয় করতে পারবেন।


বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর