২৯ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:০১

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়ায় দিনাজপুরে মামলা

রিয়াজুল ইসলাম, দিনাজপুর:

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়ায় দিনাজপুরে মামলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিসহ বঙ্গবন্ধু ও জাতীয় পতাকাকে কটুক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার অভিযোগে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে দিনাজপুর কোতয়ালী থানায় তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় একটি মামলা দায়ের হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুর জজ কোর্টের আইনজীবী সামসুর রহমান পারভেজ বাদি হয়ে এই মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, আসামী চৌধুরী ইরাদ আহমেদ গত ১০ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে তার ফেসবুক পেইজে স্ট্যাটাস দেন শেখ হাসিনাকে হত্যা ছাড়া বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য ও গণতন্ত্র ফেরানো সম্ভব নয়। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় পতাকা নিয়ে ব্যঙ্গচিত্র বানিয়ে ফেসবুকে পোষ্ট করেছেন।  

কোতয়ালী থানার ওসি রেদয়ানুর রহিম জানান, তথ্য ও প্রযুক্তি আইনের মামলাটি নথিভুক্ত করা হয়েছে এবং তদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বিডি-প্রতিদিন/ ২৯ সেপ্টেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর