৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১২:০৪

বান্দরবানে বন্য হাতির হানা, কৃষকের মৃত্যু

অনলাইন ডেস্ক

বান্দরবানে বন্য হাতির হানা, কৃষকের মৃত্যু

বান্দরবানে সুয়ালক ইউনিয়নের কদুখোলা এলাকায় বন্যহাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম সিরাজুল ইসলাম (৫০)।

স্থানীয়রা জানায়, শুক্রবার ভোরে জেলার সুয়ালক ইউনিয়নের কদুখোলায় কৃষি জমিতে বন্যহাতির একটি দল হানা দেয়। এ সময় হাতির দল জমির পার্শ্ববর্তী ঘর ভেঙে সিরাজুল ইসলামকে পদদলিত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় বন্যহাতির দলটি ওই এলাকার বেশ কিছু আবাদী জমি এবং কলাবাগান তছনছ করে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং ওই কৃষকের মরদেহ উদ্ধার করেছে।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর