৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:৩২

জাতীয় কন্যা শিশু দিবস পালন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি

জাতীয় কন্যা শিশু দিবস পালন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

'শিশু কন্যার বিয়ে বন্ধ করি, সমৃদ্ধ দেশ গড়ি' প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার সকালে জেলা প্রশাসক ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ঠাকুরগাঁও চৌরাস্তায় এ কর্মসূচি পালন করা হয়।

এসময় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক ফজলে রাব্বী, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মোর্শেদ আলী খান, মহিলা ভাইস চেয়ারম্যান ফুরাতুন নেসা প্যারিস, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মনোয়ারা চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দ্রৌপদি দেবি আগরওয়ালা, এমকেপির সাদেকুল, ইএসডিওর শামিম, জননী সেবা সংস্থার নুর বানু প্রমুখ।

মানববন্ধনে কন্যা শিশুর বিবাহ না দেওয়ার অঙ্গীকার করা হয়। এসময় বিভিন্ন এনজিও, স্কুল, কলেজের ছাত্রী ও কর্মীরা উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/ ৩০ সেপ্টেম্বর ২০১৬/ এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর