৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:১৮

চৌদ্দগ্রামে তিন যুবকের কারাদণ্ড

মো. এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম:

চৌদ্দগ্রামে তিন যুবকের কারাদণ্ড

কুমিল্লার চৌদ্দগ্রামে শুক্রবারে বিপুল পরিমাণ মাদকসহ আটক তিন যুবককে ৬ মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা গ্রামের আবদুল বারেকের ছেলে মো. সুমন ও শালুকিয়া গ্রামের হাসমত আলীর ছেলে জান্নাত উল্যাহ ও ফেনীর দাগনভূঁইয়া থানার খুশিপুর গ্রামের এনায়েত উল্যাহর ছেলে মো. শাহজাহান। 

কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. মেহেদী হাসান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে আমানগন্ডা ফাঁড়ির বিজিবি সদস্যরা ৪ কেজি গাঁজা, ১ বোতল হুইস্কি ও ১৭ বোতল ফেনসিডিলসহ সুমন ও জান্নাত উল্যাহকে আটক করে। এর আগে বৃহস্পতিবার রাতে জগন্নাথ দীঘি ফাঁড়ির বিজিবি সদস্যরা বেতিয়ারা থেকে ৭৪ বোতল ফেনসিডিলসহ শাহজাহানকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত প্রমাণের ভিত্তিতে প্রত্যেককে ৬ মাসের কারাদণ্ড প্রদান করে।

বিডি-প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর