৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:২৭

মাদারীপুরে বাল্য বিয়ের দায়ে জেল-জরিমানা

বেলাল রিজভী, মাদারীপুর:

মাদারীপুরে বাল্য বিয়ের দায়ে জেল-জরিমানা

মাদারীপুর সদর ও রাজৈর উপজেলায় আজ দুপুরে দুটি বাল্য বিয়ে বন্ধ করেছে প্রশাসন। এ সময় ভ্রাম্যমান আদালত কনের বাবাকে জেল ও তার মামাতো ভাইয়ের কাছ থেকে জারিমানা আদায় করে।

জানা যায়, মাদারীপুর সদর উপজেলার দুধখালি গ্রামের মো. লাবলুর মেয়ে অষ্ঠম শ্রেণির ছাত্রী ফাতেমা আক্তার মিতুর সাথে পাশের কালিকাপুর ইউনিয়নের এক ইমামের সাথে বিয়ে ঠিক হয়। শুক্রবার বিয়ের সব আয়োজন শেষে বরযাত্রী আসার আগেই সেখানে গিয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেয় ভ্রাম্যমান আদালত। এ সময় ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট জয়ন্তি রূপা রায় কনের বাবা মো. লাবলুকে ১৫ দিনের জেল ও তার মামাতো ভাই মো. ওহিদুলকে ১ হাজার টাকা জরিমানা করেন।

এদিকে রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের দাড়াদিয়া গ্রামের সিরাজ শেখের মেয়ে ৭ম শ্রেণির ছাত্রী আঁখি আক্তারের বিয়ের সংবাদ পেয়ে পুলিশ ও মহিলা বিষয়ক অধিদপ্তরের হস্তক্ষেপে সেই বিয়ে বন্ধ করে দেওয়া হয়। পরে উভয় পরিবারের অভিভাবক ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দিবেনা বলে অঙ্গিকারনামায় স্বাক্ষর করেন।

বিডি-প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর