৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:৪০

উচ্চ মাধ্যমিকে সৃজনশীল প্রশ্ন বাড়ানোর প্রতিবাদে ছাত্রলীগের মানববন্ধন

আব্দুর রহমান টুলু, বগুড়া

উচ্চ মাধ্যমিকে সৃজনশীল প্রশ্ন বাড়ানোর প্রতিবাদে ছাত্রলীগের মানববন্ধন

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় হঠাৎ করে সৃজনশীল প্রশ্নবাড়ানোর প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) বগুড়া জেলা শহরের সাত মাথায় মানবববন্ধন করেছে। শুক্রবার   বেলা সাড়ে ১১টায় ছাত্রলীগ বগুড়া জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ৬টি সৃজনশীল লেখা সম্বব। কিন্তু ৭টি লেখা সম্বব নয়। তারা বলেন, ছাত্ররা কোন মেশিন নয় যে, হঠাৎ করে একটা কিছু চাপিয়ে দিলেই সে করতে পারবে। অবিলম্বে সৃজনশীল সিলেবাস বাতিল করে পূর্বের পদ্ধতি বহাল রাখার দাবী জানান।

 

 

বিডি-প্রতিদিন/৩০সেপ্টেম্বর, ২০১৬/তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর