১ অক্টোবর, ২০১৬ ০৯:০৭

মুন্সীগঞ্জে রেলিং ভেঙে প্রাইভেটকার নদীতে, নিখোঁজ ১

লাবলু মোল্লা, মুন্সীগঞ্জ:

মুন্সীগঞ্জে রেলিং ভেঙে প্রাইভেটকার নদীতে, নিখোঁজ ১

মুক্তারপুর সেতু। ফাইল ছবি

মুন্সীগঞ্জের মুক্তারপুরে শুক্রবার মধ্যরাতে ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর রেলিং ভেঙে একটি প্রাইভেটকার ধলেশ্বরী নদীতে পড়ে গেছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। এতে গাড়িটির মালিক জালাল উদ্দিন রুমি নিখোঁজ রয়েছেন। তিনি নারায়ণগঞ্জের হাজী আব্দুর রউফের ছেলে।

পুলিশ জানিয়েছে, নারায়ণগঞ্জের খানপুর এলাকায় একটা বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেয়ে তিন বন্ধুকে নিয়ে রাত ২ টার দিকে মুক্তারপুর সেতুতে ঘুরতে আসেন রুমি। সেতুর টোল প্লাজা পার হয়ে তিন বন্ধু ও চালককে নামিয়ে নিজেই ড্রাইভিং করতে যান। একা গাড়িটি কিছুদূর চালিয়ে গিয়ে বেপরোয়া গতিতে ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তল্লাশি অভিযান চলছে।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি ইউনুচ আলী জানান, ঢাকা থেকে মুন্সীগঞ্জগামী প্রাইভেটকারটি  মুক্তারপুর সেতুর টোল প্লাজা পার হয়ে কিছুদূর এগিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে নদীতে পড়ে যায়। সিসিটিভির ফুটেজ দেখে গাড়িতে তিনজন ছিলেন বলে প্রথমে ধারণা করা হয়। পরে দেখা গেছে, তিন বন্ধু ও চালককে নামিয়ে দিয়ে রুমি একা গাড়ি চালাচ্ছিলেন।

তিনি জানান, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও নদীতে প্রবল স্রোত থাকায় তল্লাশির কাজ শুরু করতে দেরি হয়ে যায়। এখন পর্যন্ত তল্লাশি চলছে। তবে জালাল উদ্দিন রুমি নিখোঁজ আছেন।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর