১ অক্টোবর, ২০১৬ ১২:২০

লক্ষ্মীপুরে বন্দুকযুদ্ধে এক জলদস্যু নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে বন্দুকযুদ্ধে এক জলদস্যু নিহত

লক্ষ্মীপুরের রামগতিতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মো. নিজাম (২৮) নামের এক জলদস্যু নিহত হয়েছে। এ সময় আরো তিন পুলিশ সদস্য আহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। শনিবার ভোররাতে উপজেলার বিবিরহাট এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত জলদস্যু নিজাম নোয়াখালীর চরজব্বার এলাকার বাসিন্দা আবদুস সালামের ছেলে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আহত পুলিশ সদস্যরা হলেন, রামগতি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হুমায়ুন, কনস্টেবল মো. মুসা ও নুর উদ্দিন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

লক্ষ্মীপুরের সহকারি পুলিশ সুপার সার্কেল মো. শাওনেওয়াজ জানান, রাতে জলদস্যু নিজামকে উপজেলার বয়ারচর এলাকা থেকে অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করে। নিজামের দেয়া তথ্য মতে সহযোগী জলদস্যুদের গ্রেফতার করতে পুলিশ বিবিরহাট এলাকায় পৌঁছালে দস্যুরা তাদের লক্ষ্য করে গুলি করে চালায়। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। এতে জলদস্যুদের গুলিতে ঘটনাস্থলে নিজাম নিহত হন এবং তিন পুলিশ সদস্য আহত হন। 


বিডি প্রতিদিন/১ অক্টোবর, ২০১৬/ফারজানা  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর