১ অক্টোবর, ২০১৬ ১৪:৩৬

লালমনিরহাটে গণপিটুনিতে যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক

লালমনিরহাটে গণপিটুনিতে যুবকের মৃত্যু

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় চুরির অভিযোগে মোজাম্মেল হক (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (০১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের মৃত ছপিয়ার রহমানের ছেলে।
 
এর আগে শুক্রবার (৩০সেপ্টেম্বর) দিবাগত রাতে গণপিটুনির শিকার হন মোজাম্মেল। আশঙ্কাজনক অবস্থায় সকালে তাকে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের এমপি মোড়ের আফজাল উদ্দিনের ছেলে এমজি তানভির সাবুর বাড়িতে শুক্রবার রাতে চুরি করতে গিয়ে আটক হন মোজাম্মেল। পরে ওই বাড়ির লোকজন তাকে বেদম পিটুনি দিয়ে ঘরে আটকে রাখে।
 
শনিবার সকালে স্থানীয়দের চাপে মোজাম্মেলকে মুমূর্ষু অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সকাল ৯টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাজ্জাদ হোসেন জানান, নিহতের পরিবারের কেউ এসে অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর