১ অক্টোবর, ২০১৬ ২০:৪১

'বাংলার মাটিতে জঙ্গিবাদের স্থান নেই'

অনলাইন ডেস্ক

'বাংলার মাটিতে জঙ্গিবাদের স্থান নেই'

বাংলাদেশের মাটিতে কখনো জঙ্গিবাদের স্থান হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একে এম শহীদুল হক।

আজ শনিবার দুপরে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর নরকলিকাতা গ্রামে ‘মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের’ একাদশ শ্রেনীর নবীন বরণ অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, বাংলাদেশের মানুষ ধর্ম ভিরু, কিন্তু ধর্মান্ধ নয়। তারা জঙ্গিবাদকে সমর্থন করে না। এ কারণে ইতোমধ্যে জঙ্গিবাদের বিরুদ্ধে অনেক জনমত তৈরি হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. মাহমুদুর রহমান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শরীয়তপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-সচিব মো. নাজমুল হক, নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম ইসমাইল হক, জেলা শিক্ষা অফিসার নলিনী রঞ্জন রায়।

এছাড়া অভিভাবক সেলিম আহম্মেদ সিকদার ও কলেজের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন ।

বিডি প্রতিদিন/ ০১ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর