১ অক্টোবর, ২০১৬ ২২:০৮

'খালেদার নির্দেশে দেশে জঙ্গিবাদের উত্থান'

অনলাইন ডেস্ক

'খালেদার নির্দেশে দেশে জঙ্গিবাদের উত্থান'

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে এবং জামায়াত-শিবিরের পরিকল্পনায় দেশকে অস্থিতিশীল করতে দেশে জঙ্গিবাদের উত্থান ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

আজ শনিবার বিকেলে নওগার নওযোয়ান মাঠে জেলা ১৪ দলের উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে অতি স্বল্পতম সময়ের মধ্যে সরকার জঙ্গিবাদ দমন করতে সক্ষম হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে দেশে ইতোমধ্যে জঙ্গিবাদ বিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র আরো বলেন, আগামী ২০১৯ সালের আগে দেশে কোনো জাতীয় নির্বাচন হবে না। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। অসাংবিধানিক কারও অধীনে নয়। ওই নির্বাচনে অংশগ্রহন করতে চাইলে বিএনপি’কে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করা উচিত।

নওগাঁ জেলা ১৪ দলের সমন্বয়ক ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মালেক এমপি’র সভাপতিত্বে আয়োজিত সভায় ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহ এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য খায়রুজ্জামান লিটন, জাসদ (ইনু)-র স্থায়ী কমিটির সদস্য ড. আনোয়ার হোসেন, সাম্যবাদী দলের পলিটব্যুরোর সদস্য এম এ গণি, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান, ন্যাপের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, গণআজাদী লীগের যুগ্ম সম্পাদক আতাউল্যা খান, জাতীয় সংসদের হুইপ শহিদুজ্জামান সরকার এমপি, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি, ইসরাফিল আলম এমপি, ওয়ার্কাস পার্টি নওগাঁ জেলার সাধারণ সম্পাদক শহিদ হাসান সিদ্দিকী স্বপন প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে দুপুরে জেলার পত্নতলা উপজেলা সদর নজিপুরে ২২ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে পত্নীতলা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন নাসিম।

বিডি প্রতিদিন/ ০১ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর