Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ৩ অক্টোবর, ২০১৬ ১২:০৬
আপডেট :
শেরপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
মাসুদ হাসান বাদল, শেরপুর
শেরপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শেরপুর পৌরসভার কালিগঞ্জ এলাকার মৃগি নদীর পানিতে ডুবে মামাতো ও ফুফাতো ভাই বোনের করুণ মৃত্যু হয়ে হয়েছে।

মামাতো ভাইয়ের নাম আরাফাত ইসলাম (০৬) এবং বোনের নাম সোহানা বেগম (০৩)। শিশু শ্রেণির ছাত্র আরাফাত স্থানীয় হাফিজুর রহমানের ছেলে এবং সোহানা হাফিজুরের বোন বিউটি বেগমের মেয়ে।

জানা গেছে, রবিবার সন্ধ্যার পর স্থানীয়রা সাহানার লাশ উদ্ধার করে। কিন্তু দীর্ঘ সময় খোঁজখুঁজি করে আরাফাতকে পাওয়া না গেলে শেরপুর দমকল বাহিনীর সহয়তায় ময়মনসিংহ থেকে ডুবুরিদল এসে  রাত ১২টার দিকে আরাফাতের লাশ উদ্ধার করে।

এ সময় নদীর দুকূলে হাজারও মানুষ ভীড় করে। দমকল বাহিনী ও স্থানীয়রা জানিয়েছে, সন্ধ্যার আগে আগে দু'ভাই বোন মিলে বাড়ির পাশে নদীর পাড়ে খেলতে গিয়েছিল। খেলার ফাঁকে কোন এক সময় তারা পানিতে ডুবে মারা গেছে।
 
বিডি-প্রতিদিন/০৩ অক্টোবর, ২০১৬/মাহবুব

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow