Bangladesh Pratidin

ঢাকা, শনিবার, ৩ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : ৪ অক্টোবর, ২০১৬ ১২:১৮
দিনাজপুরে জামায়াত নেতাসহ ৫৫ জন আটক
অনলাইন ডেস্ক
দিনাজপুরে জামায়াত নেতাসহ ৫৫ জন আটক

দিনাজপুরে অভিযান চালিয়ে জামায়াতের সেক্রেটারি তৈয়ব আলী (৪৭) ও সাত মাদক ব্যবসায়ীসহ ৫৫ জনকে আটক করেছে পুলিশ। এসময় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ২৫৫ বোতল ফেনসিডিল, ২টি বিদেশি মদ, ২৩৫ লিটার চোলাই মদ ও ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

তৈয়ব আলী দিনাজপুর শহরের চাউলিয়াপট্রি এলাকার মৃত কালু চৌধুরীর ছেলে।

দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বরত ফেরদৌস আহমেদ জানান, আটক ব্যক্তিদের মধ্যে মাদক ব্যবসায়ী, অনান্য অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রস্ততি চলছে।

বিডি-প্রতিদিন/ ০৪ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow