Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : ৫ অক্টোবর, ২০১৬ ২৩:১৩
পিরোজপুরে বিদ্যুতের তারে জড়িয়ে নিহত ১, আহত ২
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে বিদ্যুতের তারে জড়িয়ে নিহত ১, আহত ২

পিরোজপুরের পাড়েরহাটে বিদ্যুৎতের তারে জড়িয়ে আল আমিন(৩৫)  নামে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।

বুধবার দুপুরে পাড়েরহাটের বাদুরা খালে এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের কাশেম চৌকিদারের ছেলে।

জানা যায়, দুপুরে বন্দর থেকে একটি ফিসিং বোটে জেলেরা সাগরে যাবার জন্য রওনা দেয়। এ সময় বাদুরা খালের উপর থাকা পল্লী বিদ্যুতের ঝুলন্ত তার বোটের সঙ্গে লাগলে প্রথম আল আমিন বিদ্যুৎপৃষ্ঠ হয়। তাকে ছাড়াতে গিয়ে বোটে থাকে বাদশা ও সেলিম নামে দুই জেলে আহত হয়। তিনজনকে পিরোজপুর সদর হাসপাতালে নেয়া হলে আল-আমিনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বিডি-প্রতিদিন/ ০৫ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow