Bangladesh Pratidin

ঢাকা, শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ৬ অক্টোবর, ২০১৬ ১৫:৫৯
আপডেট :
খাদিজার ওপর হামলাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন
ময়মনসিংহ প্রতিনিধি
খাদিজার ওপর হামলাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন

সিলেটের এমসি কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা বদরুলের দৃষ্টান্তমুলক শাস্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবিতে ময়মনসিংহে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার সকালে শহরের সি কে ঘোষ রোডে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ মহিলা পরিষদ ময়মনসিংহ জেলা শাখা। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট এমদাদুল হক মিল্লাত, বাংলাদেশ মহিলা পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ফেরদৌস আরা মাহমুদ হেলেন, সাধারণ সম্পাদক মনিরা বেগম অনুসহ প্রমুখ।  

পরে খাদিজা আক্তার নার্গিসের ওপর হামলাকারী বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


বিডি-প্রতিদিন/ ০৬ অক্টোবর, ২০১৬/ আফরোজ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow