Bangladesh Pratidin

ঢাকা, শনিবার, ৩ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : ৬ অক্টোবর, ২০১৬ ২২:১৭
নোয়াখালীতে গৃহবধূর লাশ উদ্ধার
নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীতে গৃহবধূর লাশ উদ্ধার

নোয়াখালীর হাতিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে মাছুদা আক্তার নিপু (২০) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

নিহত নিপু জাহাজমারা ইউনিয়নের বিরবিরি গ্রামের বাধনের স্ত্রী।

স্থানীয় সুত্রে জানা যায়, গত ১ বছর আগে হাতিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের শফিউল আলমের মেয়ে মাছুদা আক্তার নিপুর সাথে জাহাজমারা ইউনিয়নের বিরবিরি গ্রামের জাফরের ছেলে সৌদি প্রবাসী বাধনের বিয়ে হয়। বিয়ের পর থেকে শশুর-শ্বাশুড়ির সাথে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া বিবাদ চলে আসছিল। এনিয়ে বৃহস্পতিবার বিকালে পরিবারের অজ্ঞাতে নিজ রুমে বিষপান করে নিপু। পরে পরিবারের লোকজন টের পেয়ে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সে মারা যায়।

হাতিয়া থানার ওসি গোলাম ফারুক জানান, নিপু আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে হাতিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বিডি-প্রতিদিন/ ০৬ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow