Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ৭ অক্টোবর, ২০১৬ ১৮:১২
আপডেট : ৭ অক্টোবর, ২০১৬ ১৯:৫৫
বগুড়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণ
নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বগুড়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক এলাকায় ৭ বছরের এক শিশু ধর্ষনের শিকার হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে শুক্রবার বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার কিচক ইউনিয়নের মাটিয়ান গ্রামে বৃহস্পতিবার বিকালে ওই শিশুটিকে একই এলাকার ৮ম শ্রেনীর ছাত্র ধর্ষণ করে। বিষয়টি প্রথমে ধর্ষণকারীর লোকজন ধামাচাপা দেয়ার চেষ্টা চালায় বলে অভিযোগ করা হয়েছে।  

এদিকে অসুস্থ অবস্থায় শিশুটিকে প্রথমে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে তাকে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এব্যপারে বগুড়ার শিবগঞ্জ থানার ওসি জানিয়েছেন, বিষয়টি শুনেছি, অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।

বগুড়া মেডিক্যাল ফাড়ির (ছিলিমপুর) ইনচার্জ এসআই শাহ আলম জানান, শিবগঞ্জে ধর্ষণের শিকার এক শিশু বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


বিডি প্রতিদিন/৭ অক্টোবর ২০১৬/হিমেল

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow