Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭

প্রকাশ : ৮ অক্টোবর, ২০১৬ ১৮:১৮
আপডেট : ৮ অক্টোবর, ২০১৬ ১৮:২৫
ইবি'র ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই কমিটি গঠন
ইবি প্রতিনিধি:
ইবি'র ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই কমিটি গঠন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। রোমো গার্মেন্টস-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোহসিনকে আহ্বায়ক ও গোয়ালন্দ হ্যাচারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়েম খানকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়। এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, হাফিজুর রহামন, নাজমুল হক, সদস্য জালাল উদ্দিন তুহিন, হাফিজুর রহমান এবং মোয়াজ্জেম হোসেন।

জানা গেছে, শুক্রবার রাতে ঢাকার বিজয় সরনীর ইন্ট্রান্স রেস্টুরেন্টে এক পুনর্মিলনী প্রস্তুতি সভার মাধ্যমে এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়।  

গোয়ালন্দ হ্যাচারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়েম খানের পরিচালনায় প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিন। এসময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. মনিরুজ্জামান, ইবি’র ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আলীনুর রহমান, অধ্যাপক ড. রুহুল আমীন, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আরশাদ আলী মাতুব্বর, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. খসরু মিয়া, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. খাইরুল ইসলাম রুবেল, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক গোলাম রব্বানি, এশিয়ান ইউনিভার্সিটির প্রভাষক ইয়ামিন মাসুম, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর আবিদ হোসাইন, চিজিং বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জালাল উদ্দিন তুহিন, রেডসান ইন্ট্যারন্যাশনাল স্কুল এর চেয়ারম্যান হাফিজুর রহমান, ঢাকা শিক্ষাবোর্ডের সহকারী পরিচালক নাজমুল হোসেন, গ্লোবাল কমিউনিকেশন লিমিটেডের সিইও মিজানুর রহমান, রোমো গার্মেন্টেস-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোহসিন, গ্রিন স্টার ইন্টারন্যাশনালের জিএম আরিফ মোহাম্মদ রেজাসহ বিভাগের সকল ব্যাচের প্রায় ২ শতাধিক প্রতিনিধি।

 

বিডি-প্রতিদিন/ ০৮ অক্টোবর, ২০১৬/ আফরোজ  

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow