Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ১০ অক্টোবর, ২০১৬ ১৮:৩৩
আপডেট :
নোয়াখালীতে জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা
আকবর হোসেন সোহাগ, নোয়াখালী:
নোয়াখালীতে জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা

সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ বিরোধী জনমত গঠনের লক্ষ্যে নোয়াখালী জেলা তথ্য অফিস ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সংগীতানুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শন ও আলোচনা সভার আয়োজন করা হয়। আজ দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।  উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস।

সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ পিপিএম, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, জেলা সিনিয়র তথ্য অফিসার আবুল কালাম মো. শামছুদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মমতাজুল করিম বাচ্চু, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ প্রমুখ।

বিডি-প্রতিদিন/এ মজুমদার

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow