Bangladesh Pratidin

ঢাকা, শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : ১০ অক্টোবর, ২০১৬ ২১:২৯
মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
টাঙ্গাইল প্রতিনিধি:
মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাবেক  সিনিয়র সহসভাপতি  বীর মুক্তিযোদ্ধা মোঃ মোয়াজ্জেম হোসেন খানকে(৮০) সোমবার  রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

এর আগে রবিবার বাদ এশা ঢাকার শেওড়াপাড়া জামে মসজিদে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়।

পরে সোমবার সকাল ১০টায় টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি বালক বিদ্যালয়, বাদ যোহর ঘাটাইল প্রধার ঈদগাহ ও মরহুমের নিজ গ্রাম রতনপুর ঈদগাহে চতুর্থ জানাযা নামাজ শেষে তাঁর পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

এই বীর মুক্তিযোদ্ধার জানাযা নামাজে উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, টাঙ্গাইল-১ (মধুপুর) আসনের এমপি ও সাবেক খাদ্য মন্ত্রী আব্দুর রাজ্জাক, মরহুমের শ্যালক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. কামরুল হাসান খান, উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু, স্থানীয় ইউএনও আবুল হোসেন মোহাম্মদ শাহীন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মোঃ শহীদুল ইসলা লেবু ও পৌর মেয়র শহীদুজ্জামান খান শহীদ প্রমুখ।
তিনি মুক্তিযুদ্ধের একজন দক্ষ সংগঠক ছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালিন সময়ে তিনি কাদেরিয়া বাহিনির প্রধান (উত্তর টাঙ্গাইল) বেসামরিক কোম্পানি কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেন।

বিডি-প্রতিদিন/ ১০ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow