Bangladesh Pratidin

ঢাকা, রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ১২ অক্টোবর, ২০১৬ ১০:৪৫
আপডেট : ১২ অক্টোবর, ২০১৬ ১০:৫৬
রূপগঞ্জে বাসচাপায় জেএসসি পরীক্ষার্থী নিহত
অনলাইন ডেস্ক
রূপগঞ্জে বাসচাপায় জেএসসি পরীক্ষার্থী নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকার একটি দ্রুতগামী বাসের চাপায় নিলুফা আক্তার নামে এক জেএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

বুধবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানানা রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন।

নিহত নিলুফা আক্তার ওই এলাকার আনোয়ার হোসেনের মেয়ে এবং স্থানীয় হাজি নুর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

ওসি ইসমাইল হোসেন জানান, সকাল ৭টার দিকে বাড়ির কাছে মহাসড়ক পার হচ্ছিল নিলুফা। এসময় একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসসহ চালক-হেলপার পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

বিডি-প্রতিদিন/১২ অক্টোবর, ২০১৬/মাহবুব

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow