Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : ১২ অক্টোবর, ২০১৬ ১৫:৪২
সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
অনলাইন ডেস্ক
সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিদ্যুৎস্পৃষ্টে শাপলা খাতুন (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার দ্বারিযাপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাপলা খাতুন পাবনার সাথিয়া উপজেলার মনসুর আলীর কন্যা ও শাহজাদপুর পৌর শহরের দ্বারিয়াপুর গ্রামের মানিক শেখের স্ত্রী।

শাহজাদপুর পৌরসভার কাউন্সিলর ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে ঝড়ো হাওয়া ও টানা বৃষ্টিতে বিদ্যুতের তার ছিঁড়ে শাপলাদের ঘরের টিনের উপর পড়ে। এসময় সাড়া ঘর বিদ্যুতায়িত হলে সাংসারিক কাজে ব্যস্ত থাকা শাপলার টিনের সঙ্গে হাত লাগে। এতে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিডি প্রতিদিন/১২ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow