Bangladesh Pratidin

প্রকাশ : ১৩ অক্টোবর, ২০১৬ ১৮:৫৬ অনলাইন ভার্সন
আপডেট : ১৩ অক্টোবর, ২০১৬ ১৯:০০
মাগুরা জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত
মাগুরা প্রতিনিধি:
মাগুরা জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত

সম্মেলনের প্রায় দেড় বছর পর মাগুরা জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে কেন্দ্র ঘোষিত এ কমিটি মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের কাছে এসে পৌঁছেছে বলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু জানান।

দলীয় সভানেত্রি শেখ হাসিনা স্বাক্ষরিত ৭১ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটিতে পুর্বে ঘোষিত সভাপতি আলহাজ্ব তানজেল হোসেন খান ও সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডুর নামের পাশাপাশি সহ-সভাপতি হিসেবে যথাক্রমে আ ফ ম আব্দুল ফাত্তাহ, মুন্সি রেজাউল হক, আলহাজ্ব আবু নাসির বাবলু, মোঃ রুস্তম আলী, আলহাজ্ব গোলাম মওলা, এড. সৈয়দ শরিফুল ইসলাম, মোঃ লুৎফর রহমান, বাসুদেব কুন্ডু ও সবেতারা বেগম রয়েছেন।  যুগ্ম সম্পাদক হিসেবে এড. শফিকুজ্জামান বাচ্চু, এড. শফিকুল ইসলাম মোহন, এড. কামাল হোসেন।
কোষাধ্যক্ষ মোঃ নাসির মাহমুদ, আইন বিষয়ক সম্পাদক এড. ঘারুন- অর রশিদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সোহেল পারভেজ দ্বিপ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এড. অচ্যুতানন্দ শিকদার, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমির ওসমান রানা, দপ্তর সম্পাদক এড. শাহিন আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক মীর রওনক হোসেন।
প্রচার ও প্রকাশনা সম্পাদক এড. শাখারুল ইসলাম শাকিল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু রেজা নান্টু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক উজ্জল দত্ত, মহিলা বিষয়ক সম্পাদক এড, ওয়াজেদা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস খান, যুব ও ক্রিড়া সম্পাদক মুস্তাফিজুর রহমান স্বপন, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সূর্য্যকান্ত বিশ্বাস, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক মাজেদুল হক ঝন্টু, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নজরুর ইসলাম টগর, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. তারিকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক খুরশিদ হায়দার টুটুল, আব্দুল হাই সরদার ও হুমায়ুন রশিদ মুহিত, উপ-দপ্তর সম্পাদক এড. তারিকুল ইসলাম তারা মিয়া, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুর রহমান চন্দনের নাম আছে।

এছাড়া এড. বিরেন শিকদার এমপিকে ১, মেজর জেনারেল(অবঃ) এটিএম আব্দুল ওয়াহাব এমপিকে ২ ও এড. সাইফুজ্জামান শিখরকে ৩ নম্বর কার্য নির্বাহী সদস্য করে ৩৪ জনের নির্বাহী সদস্যের পরিষদ কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি কামরুল লায়লা জলি এমপিকে প্রধান করে ২১ সদস্যের উপদেষ্টা কমিটির নাম ঘোষিত হয়েছে। প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ মাগুরা জেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রায় দেড় বছর পর এ পুর্ণাঙ্গ কমিটি ঘোষিত হলো।

বিডি-প্রতিদিন/১৩ অক্টোবর ২০১৬/ সালাহ উদ্দীন

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow