Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ১৪ অক্টোবর, ২০১৬ ১১:২৯
আপডেট : ১৪ অক্টোবর, ২০১৬ ১৫:৫৫
দিনাজপুরে পৃথক দুর্ঘটনায় ব্যবসায়ীসহ নিহত ৩
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে পৃথক দুর্ঘটনায় ব্যবসায়ীসহ নিহত ৩

দিনাজপুরে শুক্রবার পাথরবোঝাই ট্রাক এবং নসিমন উল্টে তিনজন নিহত হয়েছেন। এরা হলেন মো. আব্দুল মান্নান (৩৩), মো. শাহজাহান (২৬) এবং মো. জাকিরুল ইসলাম (৩০)। দিনাজপুরের নবাবগঞ্জে পাথরবোঝাই ট্রাক উল্টে মান্নান ও শাহজাহান নিহত হন। তারা দুইজনই  মাছ ব্যবসায়ী। অন্যদিকে কাহারোলে নসিমন উল্টে নিহত হন চালক মো. জাকিরুল।

নিহত মো. আব্দুল মান্নান কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার কালিপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। শাহজাহান একই গ্রামের মো. তাজুল মিয়ার ছেলে। জাকিরুল ইসলাম কাহারোলের সুন্দরপুর ইউনিয়নের শাহীনগর গ্রামের মো. মহসিন আলীর ছেলে।

নবাবগঞ্জ থানার এএসআই রেজওয়ানুল ইসলাম জানান, কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার কালিপুর গ্রামের আব্দুল মান্নান ও শাহজাহান ঠাকুগাঁওয়ে মাছ বিক্রির পর ট্রাকে করে বাড়িতে যাচ্ছিলেন। পথে দিনাজপুরের নবাবগঞ্জের মতিহারা নামক এলাকায় ট্রাকটি উল্টে যায়। ট্রাকের ওপরে থাকা দুই মাছ ব্যবসায়ী এতে প্রাণ হারান।

অপরদিকে, কাহারোলে প্রত্যক্ষদর্শী মো. শাহিনুর আলম জানান, আলুবাহী নছিমনটি উল্টে তার উপর পড়ে যায়। পথচারীরা দেখতে পেয়ে নছিমনটি তুলে চালক জাকিরুল ইসলামকে মৃত অবস্থায় উদ্ধার করে।

জাকিরুল ইসলামের বাবা মহসিন আলী জানান, হিমাগার হতে আলু ভাড়া আছে বলে সকালে নসিমন নিয়ে বাড়ি হতে বেরিয়েছিল সে। দুপুরে দুর্ঘটনার খবর শুনে ছুটে এসেছি।  

 

বিডি প্রতিদিন/১৪ অক্টোবর ২০১৬/ ফারজানা/এনায়েত করিম

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow