Bangladesh Pratidin

ঢাকা, রবিবার, ৪ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : ১৪ অক্টোবর, ২০১৬ ১৩:৫৬
তিস্তা নদীতেই মিলেছে মকবুলের মৃতদেহ
নীলফামারী প্রতিনিধি
তিস্তা নদীতেই মিলেছে মকবুলের মৃতদেহ

তিনদিন পর নৌকাডুবির ঘটনায় নিখোঁজ কৃষক মকবুল হোসেনের (২৮) মৃতদেহ তিস্তা নদীতে পাওয়া গেছে। শুক্রবার সকালে তিস্তা নদীর ঝাড়সিংহেশ্বর পাড় থেকে মকবুলের মৃতদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

মকবুল ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের আজহার আলীর ছেলে। মঙ্গলবার বিকেলে নৌকাডুবির পর নিখোঁজ হন তিনি। তার সন্ধানে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরিরা চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়।

বিষয়টি নিশ্চিত করে পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ খান জানান, চরে ঘাস কেটে বাড়ি ফেরার পথে ৪০ জন কৃষক নিয়ে নৌকাটি ডুবে যায়। নৌকাডুবির ঘটনায় ৩৯ জন সাঁতরে পাড়ে পৌঁছাতে পারলেও আসতে পারেননি মকবুল।

 

বিডি প্রতিদিন/১৪ অক্টোবর, ২০১৬/ফারজানা

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow