Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : ১৫ অক্টোবর, ২০১৬ ১০:৫৩
পাহাড়ে ওয়াগ্যোয়াই পোয়ে উৎসব শুরু
বান্দরবান প্রতিনিধি
পাহাড়ে ওয়াগ্যোয়াই পোয়ে উৎসব শুরু

পাহাড়ি জনগোষ্ঠির সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসব ওয়াগ্যোয়াই পোয়ে শুরু হয়েছে শনিবার থেকে। সকালে সমবেত সকলের প্রার্থনার মধ্য দিয়ে উৎসবের শুরু হয়।

এ উৎসবকে ঘিরে পাহাড়িরা ১০ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে।

তিন মাস বর্ষবাস (উপোস) থাকার পর পাহাড়ি লোকজন ওয়াগ্যোয়াই পোয়ে উৎসব পালন করে। অন্য সময়ের মতো এবারও পাহাড়ি পল্লীগুলো সেজেছে নতুন সাজে। বাড়িতে বাড়িতে চলছে উৎসব। প্রতিটি বৌদ্ধ ক্যায়াছে ভিড় জমিয়েছে পাহাড়িরা।

ওয়াগ্যোয়াই পোয়ে উপলক্ষে ছোয়ং দান, ফলমূল, ফুল ও মিষ্টান্ন দান, চন্দন পানিতে  বুদ্ধ স্মান, ফানুস উড়ানো ও হাজারো প্রদীপ প্রজ্জলন, পিঠা তৈরি, রথযাত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রতি বছর ওয়াগ্যোয়াই পোয়ে ঘিরে পাহাড়ি তিন জেলায় ঢল নামে হাজার হাজার পর্যটকের। উৎসবটি এখন পরিণত হয়েছে পাহাড়ি-বাঙ্গালির মিলনমেলায়।

উৎসব পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুইটিঙ উয়ে জানান, উৎসবকে সার্বজনীন করতে নানা উদ্যোগ নেয়া হয়েছে।

বিডি প্রতিদিন/১৫ অক্টোবর, ২০১৬/ফারজানা

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow