২০ অক্টোবর, ২০১৬ ১৭:৪৬

আ'লীগ জাতীয় কাউন্সিলের ছোঁয়া মেহেরপুরেও

মেহেরপুর প্রতিনিধি:

আ'লীগ জাতীয় কাউন্সিলের ছোঁয়া মেহেরপুরেও

বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের ছোঁয়া লেগেছে মেহেরপুরেও। লাল-নীল নিয়ন আলোয় সেজেছে পুরো শহর। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলীয় নৌকা প্রতীক দিয়ে সাজানো হয়েছে। টাঙানো হয়েছে ব্যানার, ফেস্টুন। নির্মাণ করা হয়েছে তোরণ। রাত নামলে মেহেরপুর শহরের প্রাণকেন্দ্র হয়ে উঠছে যেন এক স্বপ্নের শহর।

মুক্তিযুদ্ধে মেহেরপুরের মুজিবনগর আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। এই মুজিবনগর থেকে পরিচালিত সরকারই মাত্র নয় মাসের যুদ্ধে পাকিস্তানিদের পরাজিত করে লাল সবুজের পতাকা ছিনিয়ে আনে। বর্তমান প্রধানমন্ত্রী যুবকদের নেতৃতে আনার কথা ভাবছেন। সেই হিসেবে মেহেরপুরের ইতিহাস ঐতিহ্যের কারণেই অন্তত একজন কেন্দ্রীয় নেতৃত্বে জায়গা পাবেন বলে মেহেরপুর জেলা আওয়ামী লীগ আশা করছে।

স্বাধীনতার সুতিকাগার মুজিবনগরখ্যাত মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সস্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন  জানিয়েছেন, ৯০ জন ডেলিগেট ও ২৯ জন কাউন্সিলরসহ দুই হাজার নেতা কর্মী নিয়ে ২০তম জাতীয় সম্মেলনে যোগ দেয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর