২০ অক্টোবর, ২০১৬ ১৮:২৪

বগুড়ায় সবজির বাম্পার ফলন

আব্দুর রহমান টুলু, বগুড়া:

বগুড়ায় সবজির বাম্পার ফলন

বগুড়ায় শীত মৌসুমের পর গ্রীষ্মকালীন সবজি উৎপাদনে বাম্পার ফলন হয়েছে। এ জেলায় প্রায় ২৮ ধরনের গ্রীষ্মকালীন সবজি চাষ হয়। চাষিরা জানান, চলতি গ্রীষ্মকালীন সময়ে আবহাওয়া গরম ছিল ঠিক, তবে কিছুটা বৃষ্টিপাতে সবজির ভাল ফলন পাওয়া গেছে। এবার প্রতি হেক্টরে ১৯ মেট্রিক টন গ্রীষ্মকালীন সবজি উৎপাদন হয়েছে। সেই হিসেবে মোট সবজি উৎপাদন হয়েছে প্রায় ১ লাখ সাড়ে ২৩ হাজার মেট্রিক টন। বাজারে গ্রীষ্মকালীন সবজি মিষ্টি লাউ, শশা, বরবটি, করলা, ঢেড়স, চাল কুমড়া, বেগুনসহ বেশ কয়েকটি সবজির দামও ভাল পেয়েছে বলে চাষিরা জানান।

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবদি প্রতুল চন্দ্র সরকার জানান, বগুড়ার চাষিরা বেশ পারিশ্রমিক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ নিয়ে জেলার চাষিরা বেশ ভাল সবজি উৎপাদন করেছেন। এবার গ্রীষ্মকালীন সবজি জেলায় রেকর্ড পরিমাণ উৎপাদন হয়েছে। প্রতি হেক্টরে এবার ১৯ মেট্রিক টনের কিছু বেশি ফলন পাওয়া গেছে। চাষিরা ভাল মানের সবজি চাষ করে লক্ষ্য মাত্রার চেয়েও বেশি সবজি উৎপাদন করেছে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর