২১ অক্টোবর, ২০১৬ ১৫:২৫

যশোর আওয়ামী লীগের ৪ সহস্রাধিক নেতাকর্মী ঢাকায়

অনলাইন ডেস্ক

যশোর আওয়ামী লীগের ৪ সহস্রাধিক নেতাকর্মী ঢাকায়

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে অংশ দিতে যশোর থেকে দলের ৪ সহস্রাধিক নেতাকর্মী শুক্রবার থেকে ঢাকায় অবস্থান করছেন। এর মধ্যে রয়েছে ১২১ কাউন্সিলর ও ৩৬৩ জন ডেলিকেট। তবে জেলা কমিটির শীর্ষ নেতৃবৃন্দ সহকর্মীদের স্বাগত জানাতে দুইদিন আগেই ঢাকায় পৌঁছেছেন।

শনি ও রবিবার (২২ ও ২৩ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

যশোর জেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক মীর জহুরুল ইসলাম জানান, সম্মেলনে জেলার জনসংখ্যার হিসেবে ২৫ হাজারে একজন হবে কাউন্সিলর এবং একজন কাউন্সিলরের সাথে ২ জন করে ডেলিকেট থাকবেন। এ হিসেবে যশোরে আট উপজেলা থেকে মোট ১২১ কাউন্সিলর ও ৩৬৩ ডেলিকেটের নাম কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয়েছে অনেক আগেই।

এদিকে এই সম্মেলনের প্রচারণার অংশ হিসেবে যশোরে দলীয় কার্যালয়ে আলোকসজ্জাসহ শহরের বিভিন্ন স্থানে প্রদর্শন করা হয়েছে দল এবং সরকারের উন্নয়ন তথ্য সম্বলিত বিলবোর্ড। জেলা আওয়ামী লীগের বিভিন্ন সময়ে নেতৃত্ব দেয়া প্রয়াত নেতাদের ছবি সম্বলিত বিলবোর্ডগুলো দৃষ্টিনন্দন করা হয়েছে।

বিডি প্রতিদিন/ ২১ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর