২১ অক্টোবর, ২০১৬ ১৮:০৭

ভিজিএফের চাল বিতরণ বন্ধ

সাখাওয়াত হোসেন সাখা, রৌমারী (কুড়িগ্রাম):

ভিজিএফের চাল বিতরণ বন্ধ

কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল থেকে ওই ইউনিয়নে ১৬৪৯ জন দরিদ্রের মাঝে চাল দেওয়া শুরু হয়। এ সময় ২০ কেজির স্থলে প্রতিজনকে ১৩-১৪ কেজি দেওয়া হয়। চাল কম দেওয়ার প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে অভিযোগ করলে চাল বিতরণ বন্ধ করে দেয়া হয়।

বিষয়টি নিয়ে ইউপি চেয়ারম্যান ফজলুল হকের সঙ্গে কথা বললে তিনি চাল কম দেয়ার অভিযোগটি অস্বীকার করে বলেন, এক-দুই কেজি হয়তো কম হতে পারে। এটা খাদ্যগুদাম থেকেই প্রতি বস্তায় আমরা কম পাই। এছাড়াও যাতায়াত ভাড়াও আমাদের দিতে হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযোগ পাওয়ার পর চাল বিতরণ বন্ধ করে দেয়া হয়েছে। আগামী সপ্তাহে আমার উপস্থিতিতে চাল দেয়া হবে। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর