২১ অক্টোবর, ২০১৬ ২০:০৯

বন্যা সহনশীল ধান চাষে সফলতা

সাখাওয়াত হোসেন সাখা, রৌমারী (কুড়িগ্রাম):

বন্যা সহনশীল ধান চাষে সফলতা

বন্যা সহনশীল বিনা-১১ ধান চাষে সফল হয়েছেন রৌমারী ও রাজিবপুরের শতাধিক কৃষক। ২৮ দিন বন্যার পানিতে ডুবে থাকার পরও প্রতি একরে ৬০ থেকে ৬৫ মণ ধান পেয়েছেন তারা। ফলে রৌমারী ও রাজিবপুরে এ ধানের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। 

বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ প্রজনন বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মির্জা মোফাজ্জল ইসলাম জানান, দীর্ঘদিন গবেষণার পর ২০১৩ সালে আমরা বিনা-১১ আবিস্কারে সফল হয়েছি। ২০১৪ সালে কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুরসহ বাংলাদেশের বেশ কিছু বন্যাপ্রবণ এলাকায় এর পরীক্ষামূলক চাষ শুরু করি। এতে আমরা সফলতা পাই। এই ধানের প্রচার-প্রচারণা বাড়লে কৃষকগণ বেশি উপকৃত হবেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর