Bangladesh Pratidin

ঢাকা, বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ২১ অক্টোবর, ২০১৬ ২০:২৬
আপডেট : ২১ অক্টোবর, ২০১৬ ২০:৩৩
সম্মেলনে আসা ভারতের দুই অতিথি মানিকগঞ্জে সংবর্ধিত
মানিকগঞ্জ প্রতিনিধি:
সম্মেলনে আসা ভারতের দুই অতিথি মানিকগঞ্জে সংবর্ধিত

আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনে অংশ নিতে আসা ভারতীয় দুই জনপ্রতিনিধিকে মানিকগঞ্জে উঞ্চ সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার  দুপুরে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে মানিকগঞ্জে আসেন ভারতের পশ্চিমবঙ্গ কংগ্রেসের সাবেক সভাপতি ও  রাজ্যসভার সদস্য অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য এবং  রাষ্ট্রপ্রতি প্রণব মুখার্জীর পুত্র লোক সভার সদস্য অভিজিৎ মুখার্জী।  

অতিথিরা মানিকগঞ্জ সার্কিট হাউজে জেলার নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তাদের সাথে চা চক্রে যোগ দেন। সেখানে বন্ধুপ্রতিম দেশের এই ২ নেতাকে উঞ্চ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সুভাস সরকারসহ বিভিন্ন দলের নেতাকর্মীবৃন্দ। এসময় অতিথিরা বলেন, বাংলাদেশ আমাদের দীর্ঘ দিনের পরীক্ষিত বন্ধু। বিগত ১০ বছরে এদেশের অনেক উন্নতি হয়েছে।


বিডি প্রতিদিন/২১ অক্টোবর ২০১৬/হিমেল

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow