২২ অক্টোবর, ২০১৬ ১৪:৫৮

রাবি শিক্ষার্থী লিপু হত্যাকাণ্ডে বিচার দাবি

ঝিনাইদহ প্রতিনিধি

রাবি শিক্ষার্থী লিপু হত্যাকাণ্ডে বিচার দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপুর হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শনিবার সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আমতলা নামক স্থানে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন শেষে শোকর‌্যালি বের করা হয়। এতে বক্তব্য দেন ঝিনাইদহ জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি আলাউদ্দীন আজাদ, মানবধিকার কর্মী আমিনুর রহমান টুকু, স্থানীয় মকিমপুর হাইস্কুলের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান ও লিপুর চাচাতো ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাসুম মিয়া।

বক্তারা সুষ্ঠু তদন্ত করে লিপুর হত্যাকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গত বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ হলের হলের ডাইনিং রুমের পাশে নর্দমা থেকে লিপুর লাশ উদ্ধার করা হয়। লিপু হরিণাকুন্ডু উপজেলার মকিমপুর গ্রামের বদর উদ্দিনের ছেলে।


বিডি প্রতিদিন/২২ অক্টোবর, ২০১৬/ফারজানা

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর