২২ অক্টোবর, ২০১৬ ১৬:১৬

শরণখোলায় এনজিওর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

মহিদুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট):

শরণখোলায় এনজিওর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

বাগেরহাটের শরণখোলায় 'হালিমা সাত্তার সোসাইটি' নামে একটি এনজিওর বিরুদ্ধে গ্রাহকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এলাকার কয়েক’শ অসহায় নারী-পুরুষের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা নিয়ে সংস্থাটির কার্যক্রম বন্ধ করে কর্মকর্তারা উধাও হয়ে যায়। 

সংস্থার কর্মী মো. রতন তালুকদার গ্রাহকদের চাপ সামলাতে না পেরে আজ দুপুরে শরণখোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংস্থার পরিচাল এম. সোলায়মান হোসেনের বিরুদ্ধে এসব অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে প্রতরণার শিকার নারী গ্রাহকরাও উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে সংস্থার পরিচালক এম. সোলায়মান হোসেনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, স্থানীয় কিছু কর্মীর কারণে একটু সমস্যা হয়েছে। গ্রাহকরা তাদের টাকা ফেরত পাবেন। তবে একটু সময় লাগবে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর