২৩ অক্টোবর, ২০১৬ ১৫:৫৮

হত্যাকাণ্ডের এক মাস পর ক্লু উদঘাটন, গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

হত্যাকাণ্ডের এক মাস পর ক্লু উদঘাটন, গ্রেফতার ৬

বরিশালে অটোরিক্সা চালক জালাল খান নিহত হওয়ার এক মাস পর ক্লু উদঘাটন এবং ছয় হত্যাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত বরিশালের উজিরপুর, ঝালকাঠীর নলছিটি, পিরোজপুর এবং ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রবিবার আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলো ঝালকাঠীর নলছিটি উপজেলার ইশ্বরকাঠী গ্রামের আল-আমিন, একই গ্রামের সবুজ হাওলাদার, সোলাইমান, বড় প্রেমাহার গ্রামের আল-ইমরান মিশেল এবং দহরমপুর গ্রামের মো. জেমিন ও একই গ্রামের  মো. রাব্বী। 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) গোলাম রউফ খান জানান, গত ১৯ সেপ্টেম্বর ভোরে ঝালকাঠী থেকে বরিশাল আসার জন্য জালাল খানের অটোরিক্সা ভাড়া করে ওই ছয় অভিযুক্ত। অটোরিক্সাটি রূপাতলী এলাকা অতিক্রমকালে গলায় রশি এবং মুখে শার্ট পেঁচিয়ে শ্বাসরোধ করে জালালকে হত্যা কর। পরে জালালের লাশ রূপাতলী আদর্শ সড়কে ফেলে অটোরিক্সা নিয়ে পালিয়ে যায় তারা। জিজ্ঞাসাবাদে আসামীরা জানিয়েছেন, মাদক সেবনের টাকা জোগাড়ের জন্য তারা এই কাজ করেছেন।


বিডি প্রতিদিন/২৩ অক্টোবর, ২০১৬/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর