২৩ অক্টোবর, ২০১৬ ১৯:৫২
খাদিজার ওপর হামলা

শাবিপ্রবি থেকে বদরুল স্থায়ীভাবে বহিষ্কার

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

শাবিপ্রবি থেকে বদরুল স্থায়ীভাবে বহিষ্কার

সিলেট সরকারী মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে আলোচিত সাবেক ছাত্রলীগ নেতা বদরুল আলমকে আজীবন বহিষ্কার করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার সিন্ডিকেটের ২০১তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে নিশ্চিত করেছেন একাধিক  সিন্ডিকেট সদস্য।

বদরুল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ০৮-০৯ সেশনের অনিয়মিত শিক্ষার্থী। গত ৪ অক্টোবর বদরুলকে সাময়িক বহিষ্কার পরবর্তী বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট। একই সঙ্গে খাদিজাকে উদ্ধার কাজে ইমরানসহ অন্যান্য যারা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে বিশেষ ধন্যবাদ জানায় সিন্ডিকেট।

এদিকে বিনামূলে খেতে না দেয়ায় রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুরের দায়ে শাবি শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও কেমিক্যাল এন্ড পলিমার সাইন্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোশাররফ হোসেন রাজুকে এক সেমিস্টার বহিষ্কার করেছে সিন্ডিকেট।

 এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে গত সোমবার ছাত্রলীগ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় সংসদ। রাজু বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থের অনুসারী।

বিডি-প্রতিদিন/২৩ অক্টোবর, ২০১৬/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর