২৩ অক্টোবর, ২০১৬ ২০:৪৯

বান্দরবানে পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি আটক

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানে পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি আটক

অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে পাহাড়ি ছাত্র পরিষদের বান্দরবান রোয়াংছড়ি উপজেলা শাখার সভাপতি উহ্লামং মারমা (৩৪)কে রবিবার বিকেলে বাজার এলাকা থেকে আটক করেছে সেনা বাহিনী।

সেনা সদর জোনের অধিনায়ক লে. কর্নেল গোলাম হায়দার জানান, অপহরণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উহ্লামংকে আটক করা হয়েছে। সে রোয়াংছড়ি বাজার ও আশেপাশের এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করতো। জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশে কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

গত শুক্রবার শহরের উজানী পাড়া এলাকা থেকে পুলিশ রাঙ্গামাটির রাজস্থলি শাখার জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক সুভাশ চন্দ্র তঞ্চঙ্গ্যাকে গ্রেফতার করে। চাঁদাবাজি ও অপহরণের বেশ কয়েকটি মামলায় জনসংহতি সমিতি ও পাহাড়ি ছাত্র পরিষদের বান্দরবানের শীর্ষ নেতারা গত চার মাসের বেশি সময় ধরে পলাতক রয়েছেন।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর