২৪ অক্টোবর, ২০১৬ ১৭:২৫

কোটি টাকা আত্মসাত, রিমান্ডে পল্লী বিদ্যুতের হিসাবরক্ষক জায়েদা

পটুয়াখালী প্রতিনিধি:

কোটি টাকা আত্মসাত, রিমান্ডে পল্লী বিদ্যুতের হিসাবরক্ষক জায়েদা

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সাড়ে ৬ কোটি টাকা আত্মসাতের ঘটনায় হিসাবরক্ষক জায়েদা খানমকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আমলী আদালতের বিচারক এ.এস.এম তারিক সামস এ আদেশ দেন।

আদালতে পটুয়াখালী দুর্ণীতি দমন কমিশনের (দুদক) পিপি এ্যাড. গাজী মো. নেছার উদ্দিন জানান, এ বছরের ৪ এপ্রিল পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির অর্থ আত্মসাতের ঘটনায় সমিতির পক্ষ থেকে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছিলো। দীর্ঘদিন পলাতক থাকার পর জায়েদা খানম গত ১৬ অক্টোবর আদালতে আত্মসমর্পন করলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেন। আজ সোমবার দুপুরে রিমান্ড শুনানী শেষে আদালত জায়েদা খানমকে তিন দিনের রিমান্ড দিয়েছেন বিচারক।

গত ৫ এপ্রিল পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যানের নিদের্শক্রমে পটুয়াখালী সমিতির জেনারেল ম্যানেজার ও মামলার বাদী প্রকৌশলী হাফিজ আহমেদ, সহকারী জেনারেল ম্যানেজার (অর্থ) রনজিৎ  কুমার দেবনাথ ও হিসাব রক্ষক তরিকুল্লাহ আকন্দকেও বহিস্কার করা হয়।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর