২৪ অক্টোবর, ২০১৬ ২০:৪৭

ড্রাগন ফলের চাষে সফল সফি

উত্তম কুমার হাওলাদার, কলাপড়া(পটুয়াখালী):

ড্রাগন ফলের চাষে সফল সফি

ঔষধি ফল ড্রাগন ফলের গাছ চাষ করে সফল হয়েছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের মো. সফিকুল আলম সফি। প্রতিদিনের স্বাভাবিক পরিচর্যায় দুর্লভ এই গাছগুলো বড় করে তোলেন তিনি। গত দু’বছর চারটি বেডে শতাধিক ফল হওয়ায় তার আগ্রহ আরো বেড়ে গেছে। নতুন প্রজাতির গাছে ফুল ও ফল দেখে চাষ করার ইচ্ছায় স্থানীয়রাও এখন খোঁজ খবর নিচ্ছেন।

জানা গেছে, ড্রাগন একটি ঔষধি ফল। এ ফল শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে দেয়। এটি একটি ব্রেইন টনিক হিসেবে কাজ করে। ড্রাগন ফল পেটের পীড়া, লিভারের সুস্থতা, উচ্চ রক্তচাপ ও হৃদরোগ নিরসনে অত্যন্ত কার্যকরী। 

কলাপাড়া কৃষি কর্মকর্তা মো.মশিউর রহমানের বলেন, এটি একটি বিদেশী ফল। এ দেশে এখনও ব্যাপকভাবে এর চাষাবাদ শুরু হয়নি।

বিডি-প্রতিদিন/এ মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর