২৫ অক্টোবর, ২০১৬ ১২:২৯

চৌদ্দগ্রামে ৭ দোকানে চুরির ঘটনায় মামলা, আটক ৪

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

চৌদ্দগ্রামে ৭ দোকানে চুরির ঘটনায় মামলা, আটক ৪

কুমিল­ার চৌদ্দগ্রামের মোটেরতলা বাজারে সাত দোকানে চুরির ঘটনায় দুই পাহাদারসহ চার চোরকে আটক শেষে থানায় সোপর্দ করেছে ব্যবসায়ীরা।

মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

আটককৃতরা হলেন, জগন্নাথদীঘি ইউনিয়নের রতনপুরের আবদুল গফুরের পুত্র মোঃ হারুন, বরদৈন গ্রামের মৃত হাবিব উল্যাহর ছেলে রাজন, মৃত নজির আহাম্মদের ছেলে আবদুল সিরাজ ও বড় পুস্করণীর মমতাজ উদ্দিনের ছেলে আবদুল মান্নান।

মোটেরতলা বাজার পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি মেম্বার কাজী আবদুল জলিল দায়েরকৃত মামলায় উল্লে­খ করেন, রবিবার রাতে বাজারের সঞ্জয় পালের ঔষধ দোকানের ক্যাশ ভেঙ্গে ৫০ হাজার টাকা, তাজুল ইসলামের দোকানের বিকাশের ৬৮ হাজার ৫’শ টাকা, ৫টি মোবাইল সেট, ১টি ল্যাপটপ, সুভাষ পালের দোকানের একটি ফ্যান, হুমায়নের দোকানের ১৮ হাজার টাকা, বিষ্ণ চন্দ্র পালের দোকানের একটি মোবাইল সেট, নগদ ৩’শ টাকা, মিলন হুজুরের দোকানের ৫০ হাজার টাকা, ৩টি মোবাইল সেট চুরির ঘটনা ঘটে। এঘটনায় নাইটগার্ড (পাহাদার) আবদুল সিরাজ ও আবদুল মান্নান বিভ্রান্তিমূলক তথ্যে বলে- হারুন ও রাজনসহ অজ্ঞাতনামা ৪-৫ জন চুরির ঘটনায় জড়িত।

বিডি-প্রতিদিন/ ২৫ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর