২৫ অক্টোবর, ২০১৬ ১৫:৪৯

সদর হাসপাতালে রোগীর স্বজনদের সাথে হাতাহাতি

রাশেদ খান, মাগুরা:

সদর হাসপাতালে রোগীর স্বজনদের সাথে হাতাহাতি

মুমূর্ষু এক রোগীকে জরুরি মেডিসিন দিতে অপারগতা ও দায়িত্ব অবহেলার অভিযোগে গতকাল রাতে মাগুরা সদর হাসপাতালে রোগীর স্বজনদের সাথে এক সেবিকার হাতাহাতি হয়েছে। মাগুরা জজ আদালতের আইনজীবী ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাখারুল ইসলাম শাকিলের মা আরিয়া বেগমকে (৭০) নিয়ে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে অভিযুক্ত সেবিকা পারুল বলেন, আমার হাতে কাজ থাকায় একটু বিলম্ব হচ্ছিল। কিন্তু রোগীর স্বজরা সেটি না বুঝেই আমার গায়ে হাত তোলেন। ঘটনার প্রতিবাদে আমরা মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কর্ম বিরতি পালন করেছি ও সিভিল সার্জনের নিকট অভিযোগ দিয়েছি।

এদিকে আজ দুপুরে সদর হাসপাতালে গিয়ে কোন কর্ম বিরতি দেখা যায় নি। সদর হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা এক রোগী এই প্রসঙ্গে বলেন, উনি সরকারি দলের লোক বলে প্রতিবাদ করতে পেরেছেন। আমাদের মত আমজনতা প্রতিনিয়তই এ ধরনের অবহেলার স্বীকার হচ্ছে। 

মাগুরা সিভিল সার্জন এবিএম আব্দুল লতিফ বলেন, কর্ম বিরতির কোন খবর আমার জানা নেই। তবে ওই রোগীকে মেডিসিন না দেয়ার অভিযোগ পেয়েছি। বিষয়টির তদন্ত চলছে।

বিডি-প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর