২৫ অক্টোবর, ২০১৬ ১৮:০৭

বগুড়ার সোনারায় ইউনিয়নে ঘরে ঘরে ভোট প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার সোনারায় ইউনিয়নে ঘরে ঘরে ভোট প্রার্থনা

বগুড়া জেলার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রফিকুল ইসলাম রাঙ্গা (নৌকা), বিএনপি মনোনীত অধ্যাপক মো. মফিদুল ইসলাম (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী এসএম মশিউল আলম রিপন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

নির্বাচনের আগ মুহূর্তে প্রার্থী ও তাদের কর্মীরা ভোটারদের ঘরে ঘরে ভোট প্রার্থনা করছেন। সেই সাথে চলছে সকাল থেকে গভীর রাত পর্যন্ত পথসভা, উঠান বৈঠক ও গণসংযোগ। এ ইউনিয়নে মোট ভোটার ২৬ হাজার ৫৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৩১৬ জন ও মহিলা ভোটার ১৩ হাজার ২৩৬জন। 

উল্লেখ্য, সোনারায় ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা তারাজুল ইসলাম সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ায় ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য হয়ে যায়। সে কারণে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 


বিডি প্রতিদিন/২৫ অক্টোবর, ২০১৬/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর