২৫ অক্টোবর, ২০১৬ ১৮:১৩

প্রধান শিক্ষকবিহীন ৫৫টি স্কুল, ভেঙে পড়ছে শিক্ষা ব্যবস্থা

টাঙ্গাইল প্রতিনিধি:

প্রধান শিক্ষকবিহীন ৫৫টি স্কুল, ভেঙে পড়ছে শিক্ষা ব্যবস্থা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ১৭০ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫৫ টি শিক্ষা প্রতিষ্ঠান চলছে প্রধান শিক্ষকবিহীন। এছাড়াও সহকারী শিক্ষক শূন্য পদের সংখ্যা ২৪ জন। ১২টি স্কুলে ২ জন করে শিক্ষক থাকায় ভেঙে পড়ছে শিক্ষা ব্যবস্থা। 

কালিহাতী উপজেলা শিক্ষা অফিসার জাকিয়া পারভীন জানান, কোন স্কুল প্রধান শিক্ষক ছাড়া চলতে পারেনা। ৫৫ টি স্কুল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চালানো হচ্ছে, প্রধান শিক্ষক পদ শূন্য বিষয়টি বার বার জেলা শিক্ষা অফিসে জানিয়ে কোন লাভ হয়নি। প্রধান শিক্ষক না থাকায় শিক্ষা ক্ষেত্রে লেখাপড়া কিছুটা ব্যাহত হচ্ছে। এ উপজেলায় ১২ টি স্কুলে মাত্র ২ জন করে শিক্ষক দিয়ে পাঠদান করানো হচ্ছে। শিক্ষক সংকটের  কারণে শিক্ষার্থীসহ শিক্ষা কার্যক্রম দুর্বল হয়ে পড়ছে। 

পালিমা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফিরোজা বেগম জানান, আমাদের স্কুলে ছাত্র-ছাত্রীদের তুলনায় শিক্ষক নেই। শিক্ষকের সংখ্যা বাড়লে শিক্ষার মান উন্নত হবে। পোষনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাশিদা পারভীন জানান, শিক্ষক কম থাকার কারণে শিক্ষার্থীরা যথাযথভাবে পাঠদান করতে পারছে না। অনেক বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় সহকারী শিক্ষকেরা পাঠদানে ঢিলেমি করছেন বলে জানা গেছে।


বিডি প্রতিদিন/২৫ অক্টোবর ২০১৬/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর