২৬ অক্টোবর, ২০১৬ ০৯:১৮

পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ৬৫ ভরি স্বর্ণ লুট

গোপালগঞ্জ প্রতিনিধি

পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ৬৫ ভরি স্বর্ণ লুট

গোপালগঞ্জ শহরের মোহাম্মদপাড়া এলাকায় এক পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা ৬৫ ভরি স্বর্ণ, নগদ প্রায় আড়াই লক্ষ টাকা ও চারটি দামি মোবাইল ফোন সেট নিয়েছে গেছে।

বুধবার ভোর রাত ৪টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে বলে জানান বাড়ির মালিক পুলিশ কর্মকর্তা মাদারীপুর জেলার কালকিনি থানার সাব-ইন্সপেক্টর মো. আব্দুল ওয়াদুদ খান।

তিনি বলেন, বুধবার ভোর রাতে বাড়ির দোতলার গ্রিল কেটে ১০/১২ জনের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে এবং দেশীয় অস্ত্র রামদা ও ছোরা দিয়ে ভয় দেখিয়ে বাড়ির সকলের হাত, পা ও মুখ বেঁধে ফেলে। এরপর তারা ঘরের দুইটি কাঠের আলমারি ও একটি স্টীলের আলমারি ভেঙ্গে প্রায় ৬৫টি ভরি স্বর্ণ, নগদ প্রায় আড়াই লাখ টাকা ও চারটি দামি মোবাইল ফোন সেট নিয়ে পালিয়ে যায়।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু তারেক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় ডাকাতদের ফেলে যাওয়া দুইটি গ্রিল কাটা করাত, একটি স্লাই রেঞ্জ ও একটি স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়েছে।

বিডি-প্রতিদিন/২৬ অক্টোবর, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর