২৬ অক্টোবর, ২০১৬ ১৪:৪৪

লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ

লক্ষ্মীপুরে কমার্স কলেজে কর্তৃপক্ষের নানা অনিয়মের অভিযোগ এনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করে তারা। সেখান থেকে পরে বিক্ষোভ মিছিল বের করা হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ জাতীয় পতাকা উত্তোলন করছে না, বাড়তি বেতন ফি নিচ্ছে, শিক্ষার্থীরা কলেজ পরিবর্তন করে অন্যত্র যেতে চাইলে দুই বছরের বেতন আদায় করে করছে। এছাড়া কলেজে শিক্ষক সংকটের কারণে পড়াশুনা হচ্ছে না। এতে তারা অন্য কলেজের চাইতে পিছিয়ে পড়ছে। 

শিক্ষার্থীদের এ কর্মসূচিতে সদর উপজেলা ছাত্রলীগ একাত্বতা পোষণ করেন। মানববন্ধনে অংশ নেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক ইবনে জিশাদ আল নাহিয়ান, ফরহাদ হোসেন প্রমুখ।


বিডি প্রতিদিন/২৬ অক্টোবর, ২০১৬/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর