২৭ অক্টোবর, ২০১৬ ১৫:৩৯

সিরাজগঞ্জে ৫ জেলের কারাদণ্ড

আব্দুস সামাদ সায়েম,সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জে ৫ জেলের কারাদণ্ড

সিরাজগঞ্জের যমুনা নদীর চৌহালী-এনায়েতপুরে নিষেধাজ্ঞা সত্ত্বেও ইলিশ মাছ ধরায় আটক ৫ জেলের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এই সময় ২৬শ মিটার জাল জব্দ ও ৪০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলো, মৌহালী গ্রামের  তোফাজ্জল হোসেন, সিরাজুল ইসলাম, রেহাই কাউলিয়া গ্রামের আলম, চালুহারা গ্রামের আব্দুস ছালাম এবং ইউসুফ আলী। আজ ভোরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট পঙ্কজ চন্দ্রদেব নাথের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে যমুনা নদীর চৌহালী-এনায়েতপুর পয়েন্টে মা ইলিশ মাছ শিকার করছিল জেলেরা। আজ ভোরে থেকে দুপুর পর্যন্ত এক অভিযানে ৫ জেলেকে মাছ ধরা অবস্থায় আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০ কেজি ইলিশ ও ২৬ হাজার মিটার জালও জব্দ করা হয়। জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে এবং মাছ গুলো আড়কান্দি তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার এতিম খানায় দেয়া হয়েছে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর