২৭ অক্টোবর, ২০১৬ ১৭:২৮

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নাসিম উদ্দীন নাসিম, নাটোর:

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নাটোরের সিংড়ায় স্ত্রী আসমা বেগমকে হত্যার দায়ে স্বামী হাসান আলীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। আজ দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এই আদেশ দেন।

মামলার বিবরণ জানা যায়, ২০১২ সালের ১৪ জুলাই নাটোরের সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামের হাসান আলী পারিবারিক বিরোধের জের ধরে তার স্ত্রী আসমা বেগমকে বালিশ চাপা দিয়ে হত্যার পর বাড়ির পাশে একটি গাছের সাথে গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখে। ঘটনার পরের দিন সকালে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল গিয়ে মৃতদেহের শরীরে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের প্রতিবেশী মফিজ উদ্দিন বাদী হয়ে নিহতের স্বামীসহ ৫ জনকে অভিযুক্ত করে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও জজকোর্টের পিপি সিরাজুল ইসলাম এ মামলার রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষের আইনজীবী মোজাম্মেল হক মন্টু এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন। 

বিডি প্রতিদিন/ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর